দ্বৈত ভোটার: নরসিংদীতে ইউপি সদস্যসহ ২ জনের বিরুদ্ধে মামলা
ব্যক্তিগত তথ্য গোপন করে দ্বৈত ভোটার হওয়ায় নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যসহ দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন।
আজ রোববার সকালে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, দ্বৈত ভোটার হওয়ায় ভোটার তালিকা আইন ২০০৯ এর ১৮ ধারা অনুযায়ী দুই জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারজানা আবেদীন বাদী হয়ে সাধারচর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নাজনীন সুলতানা এবং একই ইউনিয়নের কালুয়ারকান্দা গ্রামের সুন্দর আলীর ছেলে আবদুল জলিলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, নাজনীন সুলতানা ২০০৭ থেকে ২০১৬ সালের মধ্যে নরসিংদীর শিবপুরের উত্তর সাধারচর গ্রামে প্রথমবার ভোটার হন। সেই তথ্য গোপন রেখে রাজধানীর তেজগাঁও এলাকার উত্তর নাখালপাড়ায় তিনি দ্বিতীয় বারের মতো ভোটার হয়েছেন। দুটি ভোটার তালিকায় তিনি স্বামীর নাম ও জন্ম তারিখ পরিবর্তন করেছেন। ফিঙ্গার প্রিন্ট নেওয়ার সময় বিষয়টি ধরা পড়ে।
Comments