চাঁদপুরে অগ্রণী ব্যাংকের গাড়িচাপায় শিশু নিহত

চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় অগ্রণী ব্যাংকের গাড়িচাপায় নীরব নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১১টায় চেম্বার অব কমার্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় অগ্রণী ব্যাংকের গাড়িচাপায় নীরব নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১১টায় চেম্বার অব কমার্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধ জনতা ব্যাংকের গাড়ি এবং চেম্বার অব কমার্সে ভাঙচুর চালায়। তাদের হামলায় পুরানবাজার অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুমন চন্দ্র সুর (৩৮) ও ব্যাংকের গাড়িচালক মনির হোসেন (৪০) আহত হয়েছেন।

নীরব ওই এলাকার দিনমজুর মেসু উদ্দিন মাঝির ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সজীব বলেন, সকালে অগ্রণী ব্যাংকের পাজারো গাড়ি (ঢাকা মেট্রো ঘ ১৩-৪৬৭৮) নীরবকে চাপা দেয়। দ্রুত উদ্ধার করে চাঁদপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী অগ্রণী ব্যাংকের গাড়িতে ভাঙচুর চালায়। পরে চাঁদপুর মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুরানবাজার অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুমন চন্দ্র সুর বলেন, গাড়িতে ৩০ লাখ টাকা ছিল। সেই টাকা আনতে গিয়ে এলাকাবাসীর হামলায় আমি আহত হয়েছি। গাড়িচালক মনির হোসেনও আহত হয়েছেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা এ ঘটনায় তদন্ত করে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি।’

Comments