১৫৮ বছরের ইতিহাসে প্রথম রেল দিবস পালন
বাংলাদেশ রেলওয়ের ১৫৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো রেল দিবস পালন করা হয়েছে। আজ রোববার ঢাকা রেল ভবনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আয়োজনের প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, ‘আমাদের প্রত্যেকেরই ইতিহাস জানা প্রয়োজন। ইতিহাস ও ঐতিহ্য না জানলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। দেশে যত প্রতিষ্ঠান আছে তার মধ্যে রেল ঐতিহাসিকভাবে সমৃদ্ধ প্রতিষ্ঠান।’
রেল সামাজিক বিবর্তন এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় বিরাট ভূমিকা রেখে চলেছে জানিয়ে তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় রেল সেক্টরের অনেক ক্ষতি করা হয়েছিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধু ক্ষতিগ্রস্ত রেল পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করেছিলেন।’
উল্লেখ্য, ১৮৬২ সালের ১৫ নভেম্বর চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে কুষ্টিয়া জেলার জগতি পর্যন্ত প্রথম ৫৩ কিলোমিটার ব্রডগেজ রেললাইন চালু হয়।
Comments