পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন
ভার্চুয়াল জগতে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের উদ্যোগে চালু হয়েছে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’।
আজ সোমবার পুলিশ সদর দপ্তরের পুলিশ অডিটোরিয়ামে এ সেবার উদ্বোধন করা হয়।
পুলিশ জানায়, ভার্চুয়াল জগতে নারীরা নানান অপরাধের শিকার হচ্ছেন এবং তারা তা লুকিয়ে রাখেন। তাই বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর ব্যক্তিগত প্রচেষ্টায় শুধুমাত্র নারী ভিকটিমের সহায়তার জন্য ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ সেবা চালুর উদ্যোগ নিয়েছেন। এই সেবাটি পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার অধীনে চালু করা হবে।
এই সেবাটির উদ্দেশ্য নারীর জন্য নিরাপদ সাইবার জগত তৈরি। এর মাধ্যমে ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণে সহায়তা করা হবে। একইসঙ্গে নারীকে সাইবার সচেতনতামূলক পরামর্শ দেওয়া হবে।
ভুক্তভোগীর তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা হবে বলে জানায় পুলিশ।
পুলিশের এই সেবার মাধ্যমে যেসব অভিযোগ গ্রহণ করা হবে- ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া। আইডি হ্যাক বা হ্যাকের মাধ্যমে প্রতারণা। ছবি বা ভিডিও এডিট করে ছড়িয়ে দেওয়ার হুমকি। ছবি দিয়ে আপত্তিকর কনটেন্ট বা ফেক আইডি তৈরি। ফোন নম্বর ছড়িয়ে দেওয়া, সাইবার বুলিং। হয়রানিমূলক এসএমএস, মেইল বা লিংক পাঠানো।
Comments