প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে কোটা পদ্ধতি চ্যালেঞ্জ করে রিট
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে কোটা ব্যবস্থা রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে। আজ সোমবার সহকারী শিক্ষক পদে আবেদনকারী মো. তারেক রহমান এ আবেদন করেন।
আবেদনে তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যবস্থা বাতিল করতে উচ্চ আদালতের আদেশ চেয়েছেন।
আবেদনকারীর আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১৮ সালের ৪ অক্টোবর একটি প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগের কোটা ব্যবস্থা বাতিল করেছে।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের ১৮ অক্টোবর কোটা পদ্ধতি রেখেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৫ হাজার সহকারী সহকারী শিক্ষক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি দিয়েছে।
বিজ্ঞপ্তিতে নারীদের জন্য ৪০ শতাংশ কোটা, চাকুরীরত শিক্ষকদের সন্তানদের জন্য ২০ শতাংশ কোটা এবং পুরুষ প্রার্থীদের জন্য ২০ শতাংশ কোটা রাখা হয়েছে, যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনের সঙ্গে সাংঘর্ষিক ও অসাংবিধানিক।
হাইকোর্ট আগামী সপ্তাহে এই রিট পিটিশনের শুনানি করতে পারেন বলে এখলাস উদ্দিন ভূঁইয়া জানান।
Comments