আইটেম গানে শাকিব-হৃদি
শাকিব খানের সঙ্গে ‘চিল করবো চিল’ আইটেম গানে নাচতে দেখা যাবে হৃদি শেখকে। এবারই প্রথম ঢাকাই ছবিতে কাজ করবেন হৃদি।
অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ সিনেমায় আইটেম গানের মাধ্যমে তার অভিষেক হচ্ছে। এ গানে বিদ্যা সিনহা মিম ও নুসরাত ফারিয়া অংশ নেবে বলে গুঞ্জন ছিল।
ছবির পরিচালক অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আইটেম গানটি আগামী ১৮ নভেম্বর থেকে এফডিসিতে শুটিং করবো। গানে পারফর্ম করবেন শাকিব খান ও হৃদি শেখ। নাচের দক্ষতার কারণেই হৃদি শেখকে বেছে নিয়েছি।’
হৃদি শেখ বাঙালি হলেও জন্ম ও বেড়ে ওঠা রাশিয়াতে। সেখানেই কেটেছে তার শৈশব ও কৈশোর। ছোটবেলায় নৃত্য শিক্ষা নিতে রাশিয়াতেই ভর্তি হন স্কুলে। ৪৫ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন থ্রি’র বিজয় মুকুট ছিনিয়ে নেন তিনি। এরপর তাকে দেখা গেছে মিউজিক ভিডিওসহ বিভিন্ন অনুষ্ঠানে নাচ করতে।
করোনা মহামারির বিরতি কাটিয়ে ‘নবাব এলএলবি’ দিয়েই শুটিংয়ে ফিরেছেন শাকিব খান। এ ছবিতে তাকে দেখা যাবে প্রতিবাদী এক উকিলের চরিত্রে৷ ছবিতে আরও দেখা যাবে মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া ও শহীদুজ্জামান সেলিমকে।
‘নবাব এলএলবি’ আই থিয়েটার অ্যাপে মুক্তি পাবে।
Comments