মুজিববর্ষে বিশেষ সংস্করণের হাতঘড়ি
মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর সন্মানে বিশেষ সংস্করণের হাতঘড়ি তৈরি করেছে ভারতীয় হাই কমিশন। ঘড়ির ডায়ালে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং স্বাক্ষর।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বিশেষ সংস্করণের তিন ধরনের হাতঘড়ি উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী।
ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। দুদেশের সম্পর্কের আলোক শিখা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শ্রীমতি ইন্দিরা গান্ধীর ধারাবাহিকতায় আজ শেখ হাসিনা এবং শ্রী নরেন্দ্র মোদিতে এসেও দীপ্যমান। সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকসহ আঞ্চলিক ইস্যু এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অভিন্ন প্রতিবন্ধতার বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে দুই সরকার প্রধান কাজ করছেন। ৭৫ পরবর্তী সময়ে গড়ে ওঠা সন্দেহ ও অবিশ্বাসের কৃত্রিম দেয়াল ভেঙে এখন রচিত হয়েছে আস্থা ও সৌহার্দের সেতু।’
তিস্তার পানি বণ্টন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তিস্তার পানি বণ্টন নিয়ে এটুকু বলতে পারি, আলোচনায় ইতিবাচক অগ্রগতি আছে। আমাদের সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় কিছু প্রকল্প ইতোমধ্যে শেষ হয়েছে, কিছু চলমান। এসব প্রকল্প এগিয়ে নিতে কথা হয়েছে। দুদেশের সরকার পিপল-টু-পিপল কানেক্টিভিটি বাড়াতে আন্তরিক। এ ছাড়া, ভারতীয় জনতার পার্টির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। সে বিষয়েও কথা হয়েছে।’
বিক্রম দোরাইস্বামী বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা হলেও তিনি ভারতীয় জনগণের কাছে বীর। গত ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনের সূচনাকালে নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছিলেন। তিনি বঙ্গবন্ধুকে সাহসী নেতা হিসেবে অভিহিত করে বলেছিলেন, বঙ্গবন্ধুর জীবন সবার জন্য অনুপ্রেরণার।’
Comments