করোনামুক্ত মাহমুদউল্লাহ, শিগগিরই ফিরবেন অনুশীলনে
নভেল করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। সোমবার কোভিড-১৯ পরীক্ষায় তার ফল নেগেটিভ এসেছে।
মঙ্গলবার দুপুরে মাহমুদউল্লাহ নিজেই নিশ্চিত করেছেন এই খবর, ‘গতকাল আমার করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন আমি যত দ্রুত সম্ভব মাঠে ফেরার চেষ্টা করছি। এই সময়ে আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’
গত ৮ নভেম্বর পিএসএল খেলতে যাওয়ার কারণে রুটিন চেকআপে তার করোনা আক্রান্তের খবর পাওয়া যায়। এই কারণে পিসিএলে মুলতান সুলতান্সের হয়ে সুযোগ পেয়েও খেলতে যেতে পারেননি তিনি।
খুব বেশি উপসর্গ না থাকা মাহমুদউল্লাহ ৯ দিনের মধ্যেই এই ভাইরাস থেকে সেরে উঠলেন।
মাহমুদউল্লাহর পর করোনা আক্রান্ত হয়েছিলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক, সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার। বোর্ড পরিচালক মাহবুব আনামও এই বৈশ্বিক এই মহামারিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
করোনা আক্রান্ত অবস্থা থেকেই বঙ্গবন্ধু টি-২০ কাপের ড্রাফট থেকে মাহমুদউল্লাহকে দলে নিয়েছে জেমকন খুলনা। একই দলে খেলবে নিষেধাজ্ঞা থেকে ফেরা সাকিব আল হাসানও।
২৪ নভেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচে খুলনার প্রতিপক্ষ ফরচুন বরিশাল।
Comments