রিমান্ড শেষে কারাগারে আকবর, দেননি স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশী নির্যাতনের শিকার হয়ে রায়হান আহমদের মৃত্যুর মামলার প্রধান আসামি ওই ফাঁড়ির বরখাস্তকৃত উপপরিদর্শক আকবর হোসেন ভূঁইয়ার সাত দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আকবর হোসেন ভূইয়া। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশী নির্যাতনের শিকার হয়ে রায়হান আহমদের মৃত্যুর মামলার প্রধান আসামি ওই ফাঁড়ির বরখাস্তকৃত উপপরিদর্শক আকবর হোসেন ভূঁইয়ার সাত দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার রিমান্ড শেষে তাকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেমের আদালতে হাজির করার পর তদন্ত কর্মকর্তা পুনরায় তার রিমান্ড না চওয়ায় আদালত আকবরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে দ্যা ডেইলি স্টারকে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান।

রিমান্ড শেষে আদালতে হাজির হলেও আকবর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি বলেও জানান তিনি।

আরও পড়ুনরায়হান হত্যা: এসআই আকবর আটক

আকবরকে পালাতে সহায়তাকারী এসআই বরখাস্ত

রায়হান হত্যা: বহিষ্কৃত এসআই আকবরের ৭ দিনের রিমান্ড

সীমান্তে যেভাবে আটক হলেন আকবর

সিলেটে এসআই আকবরকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আকবরনামা: এক অসৎ পুলিশের আখ্যান

 

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

Now