রক্তের ব্যাগে পা তুলে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

বিনামূল্যে রক্তদান করা স্বেচ্ছাসেবকদের রক্তের ব্যাগে পা তুলে দেওয়ায় প্রতিবাদে ও লালমনিরহাট সদর হাসপাতালের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট জাহিদুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছেন স্বেচ্ছাসেবকরা।
Lalmonirhat human chain
লালমনিরহাটে রক্তের ব্যাগে পা তুলে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন। ছবি: স্টার

বিনামূল্যে রক্তদান করা স্বেচ্ছাসেবকদের রক্তের ব্যাগে পা তুলে দেওয়ায় প্রতিবাদে ও লালমনিরহাট সদর হাসপাতালের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট জাহিদুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছেন স্বেচ্ছাসেবকরা।

আজ বুধবার দুপুরে হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের ঘন্টা খানেক পর হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিলে তা তুলে নেন স্বেচ্ছাসেবকরা।

দুই দিন আগে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এক ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য ও-নেগেটিভ রক্ত দান করতে সদর হাসপাতালে গেলে এই ঘটনা ঘটে।

সেখানে উপস্থিত থাকা এক স্বেচ্ছাসেবক রক্তের ব্যাগে পা দেওয়ার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে তা ছড়িয়ে পড়ে।

মানববন্ধনে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক রাকিব ইসলাম রাব্বি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রক্ত হলো পবিত্র জিনিস। এটি মানুষের জীবন বাঁচায়। রক্তের ব্যাগের ওপর পা তুলে দিয়ে রক্তের অপমান করেছে হাসপাতালের মেডিকেল টেকনোলজিষ্ট।

‘অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ এমনটি করার সাহস না পায়’, যোগ করেন তিনি।

এ বিষয়ে লালমনিরহাট সদর হাসপাতালের অভিযুক্ত সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট জাহিদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ‘এটি টেকনিক্যাল বিষয়। আর রক্ত নেওয়ার সময় রক্ত ব্যাগের ওপর আমি পা দিতেই পারি।’

লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো সিরাজুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ‘অভিযুক্তকে ডেকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছি। পরবর্তীতে যেন এ রকম ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক করে দিয়েছি।’

এ বিষয়ে বিভাগীয় কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তাকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হবে। চিঠির জবাবের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Comments

The Daily Star  | English

Yunus's 'Reset Button' call was not about erasing Bangladesh's proud history: CA office

He meant resetting the software, not the hardware created by 1971 Liberation War, statement says

2h ago