জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদ সাইকিয়াট্রিস্ট এসোসিয়েশনের

পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিমের মৃত্যুর ঘটনায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)। প্রতিবাদে আজ ও আগামীকাল দেশের সব মানসিক রোগ বিশেষজ্ঞ তাদের প্রাইভেট চেম্বারে সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিমের মৃত্যুর ঘটনায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)। প্রতিবাদে আজ ও আগামীকাল দেশের সব মানসিক রোগ বিশেষজ্ঞ তাদের প্রাইভেট চেম্বারে সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

ঢাকার শ্যামলীতে অনুমোদনবিহীন বেসরকারি মাইন্ড এইড হাসপাতালে মানসিক রোগের চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালটির কর্মীদের পিটুনিতে পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর গতকাল ভোরে গোয়েন্দা পুলিশের পরিচয়ে ডা. আব্দুল্লাহ আল মামুনকে ইনস্টিটিউটের ডরমিটরি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তার মৃত্যুতে শোক ও চিকিৎসক গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে মানসিক রোগের চিকিৎসকদের সংগঠনটি আজ এক বিবৃতিতে বলেছে, এএসপি আনিসুল করিমের নিকটাত্মীয়রাই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসার বদলে বেসরকারি ক্লিনিকে নিয়ে গিয়েছিলেন। সেসময় ডা. আব্দুল্লাহ আল-মামুন সেখানে উপস্থিত ছিলেন না।

‘ঘটনার সময় অনুপস্থিত একজন চিকিৎসক কী করে হত্যা মামলার আসামি হতে পারে?’

তাছাড়া কর্তৃপক্ষের বিনা অনুমতিতে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত একজনকে কীভাবে গ্রেপ্তার করা হলো সেই প্রশ্নও রেখেছে বিএপি।

সংগঠনটি বলেছে, ডা. আব্দুল্লাহ আল মামুনকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে, বিভাগীয় তদন্ত ব্যতিরেকে গ্রেপ্তার ও পরবর্তী ঘটনাগুলো চিকিৎসকদের প্রতি চরম অবমাননাকর।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস ডা. আব্দুল্লাহ আল-মামুনের অবিলম্বে মুক্তি দাবি করেছে।

Comments