নারায়ণগঞ্জে ৩ ক্লিনিক সিলগালা

নারায়ণগঞ্জে অনুমোদনহীন, চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না রাখা, লাইসেন্স ও চিকিৎসক ছাড়াই অপারেশনসহ রোগীদের নানা সেবা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তিনটি ক্লিনিক সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের তিনটি ক্লিনিক সিলগালা করেন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে অনুমোদনহীন, চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না রাখা, লাইসেন্স ও চিকিৎসক ছাড়াই অপারেশনসহ রোগীদের নানা সেবা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তিনটি ক্লিনিক সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, সিভিল সার্জন ও পুলিশ যৌথভাবে ওই অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্বে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মানজুরা মুশাররফ ও নুশরাত আরা খানম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম বলেন, ‘অনুমোদন না থাকায় শহরের খানপুর এলাকার আশশিফা ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল, সোহেল জেনারেল হাসপাতাল ও নিউ সম্রাট জেনারেল হাসপাতালকে সিলগালা করে দেওয়া হয়। পাশাপাশি সোহেল জেনারেল হাসপাতালের অনুমোদন, ড্রাগ লাইসেন্সবিহীন ওষুধ মজুদ রাখার অপরাধে ১ লাখ ৫৫ হাজার, অনুমোদনহীন নিউ সম্রাট জেনারেল হাসপাতালকে ১ লাখ এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট মজুদ রাখার অপরাধে ইউনিক ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।’

এ ছাড়াও, আশশিফা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হসপিটালের মালিকপক্ষের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘অনুমোদন ছাড়া ক্লিনিক পরিচালনা করা এবং নানা অভিযোগে পরিচালিত বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা করেছি আমরা। সে অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

Comments