ইংল্যান্ড সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা দলে করোনার হানা
ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের আগে করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছেন দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার। তিনি ও তার সংস্পর্শে আসা আরও দুই খেলোয়াড়কে আইসোলেশনে রেখেছে দলটির মেডিকেল স্টাফরা।
বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তবে কোনো ক্রিকেটারের নাম প্রকাশ করেনি সংস্থাটি। তারা জানিয়েছে, কারও শরীরে কোনো উপসর্গ নেই। তারপরও চিকিৎসকরা খেলোয়াড়দের পর্যবেক্ষণ রাখা চালিয়ে যাবেন।
ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজকে সামনে রেখে কেপ টাউনে জৈবসুরক্ষা বলয়ে থাকবে প্রোটিয়ারা। সেখানে প্রবেশের আগে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে প্রায় ৫০ জনের করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। প্রাপ্ত ফলে এক ক্রিকেটারের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আইসোলেশনে থাকা তিন ক্রিকেটারের বদলি নেওয়া হচ্ছে না। তবে সিএসএ জানিয়েছে, নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলার প্রয়োজনে দলে বাড়তি দুজন ক্রিকেটার যোগ করা হবে।
দক্ষিণ আফ্রিকায় পৌঁছে ইতোমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে ইংল্যান্ড। বুধবারই দলটির এক মুখপাত্র বলেছেন, তাদের স্কোয়াডের সকল সদস্যের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
আগামী ২৭ নভেম্বর শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের সীমিত ওভারের সিরিজ। তিন টি-টোয়েন্টির সিরিজের পর সমান সংখ্যক ওয়ানডে খেলবে দুদল। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিউল্যান্ডস ও পার্লে।
Comments