বার্সাতেই থাকবেন মেসি, বিশ্বাস টের স্টেগেনের

আবারও বার্সেলোনা ছাড়ার গুঞ্জন চড়া লিওনেল মেসির। আগের দিনই নিজের অসন্তোষের কথা গণমাধ্যমে বলেছেন বার্সা অধিনায়ক। তবে দলের প্রধান গোলরক্ষক মার্ক আন্দ্রেস টের স্টেগেন আশা করছেন বার্সাতেই নিজের সুখ খুঁজে নেবেন রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী তারকা।
ছবি: বার্সেলোনা

আবারও বার্সেলোনা ছাড়ার গুঞ্জন চড়া লিওনেল মেসির। আগের দিনই নিজের অসন্তোষের কথা গণমাধ্যমে বলেছেন বার্সা অধিনায়ক। তবে দলের প্রধান গোলরক্ষক মার্ক আন্দ্রেস টের স্টেগেন আশা করছেন বার্সাতেই নিজের সুখ খুঁজে নেবেন রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী তারকা।

মাঠের ফলাফল পক্ষে না গেলে অধিকাংশ সময়ই তার দায় নিতে হয় মেসিকে। কিন্তু গত মৌসুমে দলে যোগ দেওয়া আতোঁয়ান গ্রিজমানের বার্সেলোনায় নিজেকে মানিয়ে নিতে না পারার দায়টাও মেসিকে দিয়েছিলেন সাবেক মুখপাত্র এরিক ওলহাটস। সবমিলিয়ে তাই অসন্তুষ্ট বার্সা অধিনায়ক। আর তা সরাসরি প্রকাশও করেছেন তিনি।

এদিকে চলতি মৌসুমে শেষে বার্সার সঙ্গে চুক্তির মেয়াদও ফুরচ্ছে মেসির। ভালো কোনো পরিকল্পনা দলটি দেখাতে না পারলে তাকে ধরে এমনিতেই কঠিন ক্লাবটির জন্য। তার উপর মেসিকে পেতে মরিয়ে হয়ে উঠেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। আগামী জানুয়ারিতেই তাকে পেতে প্রস্তুতি নিচ্ছে দলটি।

কিন্তু মেসিকে অন্য কোনো দলে দেখতে চান না তার সতীর্থ টের স্টেগেন, 'আমি আশা করছি সে (মেসি) এখানেই থাকবে এবং খুশি হতে পারবে। কিন্তু আপনাকে তাকে সব ধরণের সুযোগ দিতে হবে কারণ সে আমাদের খেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ।'

আর কেন মেসিকে দলে চান তার ব্যাখ্যাও দিয়েছেন এ জার্মান গোলরক্ষক, 'দলে মেসি থাকাই সবসময় সুবিধা, কারণ সে যে কোনো জায়গা থেকে গোল করতে পারে - আর এটাই তাকে এত স্পেশাল করে তুলেছে।'

উল্লেখ্য, চলতি মৌসুমের শুরুতেই বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি। তবে রিলিজ ক্লজের বেড়াজালে আটকে বার্সাতেই থেকে যেতে হয়েছে। তবে এ মৌসুম শেষে তার চুক্তির মেয়াদ ফুঁড়িয়ে যাওয়ায় সে বাধা আর থাকছে না। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন এ আর্জেন্টাইন তারকা।

Comments