৫৫ ঘণ্টা পর সিলেটে স্বাভাবিক হলো বিদ্যুৎ

বৈদ্যুতিক আলোয় ঝলমল সিলেটের জিন্দাবাজার এলাকা। ছবি: শেখ নাসির

সিলেটের কুমারগাঁও এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের প্রায় ৫৫ ঘণ্টা পর আজ সন্ধ্যা ৭টা থেকে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

তবে ক্ষতিগ্রস্ত ট্রান্সফর্মার ও অন্যান্য যন্ত্রাংশ পুনস্থাপনসহ বিভিন্ন কাজ বাকি থাকায় আগামী কয়েক দিন বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ১৩২/৩৩ কেভি সাব-স্টেশনে দুর্ঘটনার দিনই পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হলেও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন এলাকা অন্ধকারেই ছিল।

পরে গতকাল (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে নগরী ও উপকণ্ঠের ৭০ ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত বাকি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিদ্যুৎ ও বিতরণ বিভাগ সিলেটের সহকারী প্রকৌশলী মো. জুয়েল রানা ডেইলি স্টারকে বলেন, ‘শতভাগ এলাকায় আপাতত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেছে। তবে গ্রিডের বড় একটি ট্রান্সফর্মার পুনস্থাপন না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থায় সরবরাহ করার কারণে আগামী কয়েকদিন বিদ্যুৎ বিভ্রাট থাকবে।’

আরও পড়ুন:

প্রায় ৩১ ঘণ্টা পর বিদ্যুৎ ফিরেছে সিলেটের কিছু এলাকায়

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

10h ago