জাতিকে বিভক্ত করতে ‘লাভ জিহাদ’ শব্দ তৈরি করেছে বিজেপি: অশোক গেহলট

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ‘লাভ জিহাদ’ শব্দটি নিয়ে ক্ষমতাসীন বিজেপির তীব্র নিন্দা করেছেন। তিনি অভিযোগ করেছেন, জাতিকে বিভক্ত করতে ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বিজেপি ‘লাভ জিহাদ’ শব্দটি তৈরি করেছে।
অশোক গেহলট। ছবি: সংগৃহীত

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ‘লাভ জিহাদ’ শব্দটি নিয়ে ক্ষমতাসীন বিজেপির তীব্র নিন্দা করেছেন। তিনি অভিযোগ করেছেন, জাতিকে বিভক্ত করতে ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বিজেপি ‘লাভ জিহাদ’ শব্দটি তৈরি করেছে।

আজ শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

বিজেপি-শাসিত রাজ্যগুলোতে মুসলিম পুরুষ এবং হিন্দু নারীর সম্পর্ককে ডানপন্থী ষড়যন্ত্র তত্ত্ব এবং এর বিরুদ্ধে আইন করার পরিকল্পনা ঘোষণার পর এমন মন্তব্য করেছেন অশোক গেহলট।

গেহলট বিয়ের জন্য সঙ্গী নির্বাচনে সংবিধান এবং নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘনেরও অভিযোগ করেন।

আজ সকালে পোস্ট করা টুইটে তিনি লেখেন, ‘জাতিকে বিভক্ত করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বিজেপি ‘লাভ জিহাদ’ শব্দ তৈরি করেছে। বিয়ে একটি ব্যক্তি স্বাধীনতার বিষয় ... তাই এটি বন্ধ করতে একটি আইন প্রণয়ন সম্পূর্ণভাবে অসাংবিধানিক এবং কোনো আদালত এর পক্ষে দাঁড়াবে না। ভালোবাসায় ‘জিহাদের’ কোনো জায়গা নেই।’

তিনি আরও বলেন, ‘তারা এমন একটি পরিবেশ তৈরি করছে যেখানে প্রাপ্তবয়স্কদের সম্মতির জন্য রাষ্ট্রীয় শক্তির করুণার অপেক্ষায় থাকতে হবে। বিয়ে একটি ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু, তারা এটিকে নিয়ন্ত্রণে রাখতে চাইছে, যা ব্যক্তি স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার মতো।’

তিনি ‘লাভ জিহাদ’ শব্দটিকে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করা, সামাজিক দ্বন্দ্ব বাড়িয়ে তোলা এবং সাংবিধানিক বিধান অবজ্ঞা বলে আখ্যায়িত করেছেন।

Comments