'কোহলিকে শান্ত রাখতে পারলেই সফল হবে অস্ট্রেলিয়া'

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে তার ঝলক মানেই প্রতিপক্ষের দুমড়ে মুচড়ে যাওয়া। তাই তাকে শুরুতেই তুলে নিতে চেষ্টা করে সব দলই। অস্ট্রেলিয়ান দলের অন্যতম সেরা পেসার প্যাট কামিন্সও ভাবছেন একই। কোহলিকে শান্ত রাখতে পারলে জয় অজিদের হবে বলেই মনে করেন এ পেসার।

ঘরের মাঠে স্বাভাবিকভাবেই ফেভারিট অস্ট্রেলিয়া। তবে সাম্প্রতিক সময়ে দারুণ খেলছে ভারতও। তাই দুই দলের মধ্যে লড়াইটা জমজমাটই হওয়ার কথা। তবে ভারতীয় অধিনায়ক কোহলিকে উইকেটে সেট হওয়ার আগেই আউট করতে পারলে জয় নিজেদেরই দেখছেন কামিন্স। সম্প্রতি ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'সে (কোহলি) অবশ্য বড় একজন। ধারাভাষ্যকাররা তাকে নিয়ে অনর্গল কথা বলে। আশা করছি তাকে আমরা শান্ত রাখতে পারবো।'

আর নিজের এমন মন্তব্যের ব্যাখ্যাটাও দারুণ দিয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এ পেসার, 'আমি মনে করে প্রত্যেক দলেই একজন দুইজন ভালো ব্যাটার থাকে যারা দলের অনেক বড় উইকেট। বেশিরভাগ দলেই এরা অধিনায়ক হয় - যেমন ইংল্যান্ড দলে জো রুট, কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের জন্য। তাদের উইকেট পেলে আপনি মনে করবেন জয়ের দিকে আপনি অনেক এগিয়ে গিয়েছেন।'

আইপিএলে খেলার কারণে লম্বা সময় বায়ো-সিকিউর বাবলে ছিলেন কামিন্সরা। দেশে ফিরেও আছেন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে। তবে এসব কোনো কিছুই মাঠে প্রভাব ফেলবে না বলে মনে করেন এ পেসার, 'সিডনিতে ফিরতে পারা দারুণ কিছু। অবশ্যই আমরা লকডাউনে আছি তবে আমরা মাঝেমধ্যে দুই এক ঘণ্টার জন্য বাইরে যাই। আমরা তিন চার মাস যাবত এর (বায়ো-সিকিউর বাবলে) মধ্যে আছি। তাই আমরা এসবে এখন অভ্যস্ত হয়ে গেছি।'

আগামী ২৭ নভেম্বর থেকে ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। এরপর টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে চার ম্যাচের টেস্ট সিরিজও খেলবে দলদুটি। বর্তমান সময়ের সেরা দুই দলের লড়াই মাঠে গড়ানোর আগেই অবশ্য উত্তেজনা টের পাওয়া যাচ্ছে।

Comments

The Daily Star  | English

US bomber jets leave UK base; Iran launches 'Fattah-1 missiles' towards Israel

Israel and Iran attacked each other for a sixth straight day on Wednesday, and Israeli air power reigns over Iran, but needs US for deeper impact

10h ago