সাতক্ষীরার স্থানীয় রাজনীতিবিদদের বিরুদ্ধে ত্রাণ আত্মসাতের চেষ্টার অভিযোগ জার্মান রাষ্ট্রদূতের
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ অভিযোগ করেছেন, সাতক্ষীরার স্থানীয় কিছু রাজনীতিবিদ ত্রাণের জন্য দেওয়া খাদ্যসামগ্রী আত্মসাতের চেষ্টা করেছেন।
গতকাল বৃহস্পতিবার এক টুইটে তিনি এ অভিযোগ করেন।
I am disappointed to learn that some local politicians at a low level tried to divert some of our food relief for their own purposes. But we implemented the project properly and the food packages reached only needy people. https://t.co/cFD2MaWaZW
— German Ambassador to Bangladesh (@peterfahren) November 19, 2020
টুইটে তিনি বলেন, ‘আমি জেনে হতাশ হয়েছি যে, স্থানীয় কিছু রাজনীতিবিদ আমাদের পক্ষ থেকে ত্রাণ হিসেবে দেওয়া খাদ্যসামগ্রী তাদের নিজস্ব উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা করেছিলেন। তবে, আমরা প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়ন করছি এবং খাদ্যসামগ্রীগুলো কেবল যাদের প্রয়োজন তাদের কাছেই পৌঁছে দিয়েছি।’
তিনি পাঁচ দিন আগের ছবি শেয়ার করে উল্লেখ করেন, জার্মান দূতাবাস সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ছয় হাজারেরও বেশি পরিবারকে জরুরি ভিত্তিতে খাদ্যসহায়তা প্রদান করেছে।
Comments