বরিশালের অধিনায়কই বলছেন ভুল হয়েছে প্লেয়ার্স ড্রাফটে!

খোদ অধিনায়ক তামিম ইকবালই বলছেন, ড্রাফট থেকে খেলোয়াড় বেছে নিতে ভুল হয়েছে তাদের।
Tamim Iqbal

তামিম ইকবালের সঙ্গে ফরচুন বরিশালে ইনিংস ওপেন করবেন কে? স্কোয়াড দেখলে শুরুতেই এই প্রশ্ন আসতে পারে। মিডল অর্ডারে ভরসা করার মতোন কে আছেন?  স্পিন আক্রমণে কি আরও যোগ্য বিকল্প ছিল না? এসব প্রশ্নের উত্তরও হয়ত আছে। তবে খোদ অধিনায়ক তামিম ইকবালই বলছেন, ড্রাফট থেকে খেলোয়াড় বেছে নিতে ভুল হয়েছে তাদের।

প্লেয়ার্স ড্রাফটে তামিমের সঙ্গে আরেকজন ওপেনার হিসেবে নেওয়া হয় সাইফ হাসানকে। শেষ দিকে গিয়ে নেওয়া হয় যুব বিশ্বকাপজয়ী দলের পারভেজ হোসেন ইমনকে। টি-টোয়েন্টি সংস্করণে সাইফ এখনো সড়গড় নন। পারভেজের খেলতে পারেন আগ্রাসী মেজাজে। তবে বয়সে তরুণ হওয়ায় এখনো ভরসার জায়গায় যাননি। এছাড়া এদের কেউ চোটে পড়লে বিকল্পের জন্য বিপদ বাড়বে বরিশালের।

মিডল অর্ডারে তরুণ তৌহিদ হৃদয়, আফিফ হোসেনের উপর চাপ পড়বে অনেক। ছন্দে থাকা ইরফান শুক্কুর প্রেসিডেন্ট’স কাপে খেলেছেন নিচের দিকে। তাকে আসতে হবে উপরে। হৃদয় সময় নিয়ে খেলেন বলে টি-টোয়েন্টিতে তার কার্যকারিতা প্রমাণিত নয়। এছাড়া বাঁহাতি স্পিনার হিসেবে তরুণ তানবিরের সঙ্গে আছে অভিজ্ঞ সোহরাওয়ার্দি শুভ। শুভ নিজের সেরা সময় ফেলে এসেছেন।

শনিবার দলের প্রথম অনুশীলন শেষে মিরপুর একাডেমি মাঠে বরিশালের শক্তি সামর্থ্য নিয়ে অকপট স্বীকারোক্তি তামিমের, ‘কোন সন্দেহ নাই আমরা ড্রাফটে কিছু ভুল করেছি। আমরা অবশ্যই ড্রাফটে কিছু ভুল করেছি বলেই এই কথা উঠছে। ’

তবে বরিশাল অধিনায়ক আশায় আছেন গুনায় না ধরা ক্রিকেটাররাই দারুণ কিছু করে ফেলবেন, ‘ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যেকোনো কিছুই হতে পারে। এখন যারা আছে তাদের অনেককে হয়ত আপনারা-আমরা কাউন্ট করছি না। কিন্তু তারা সবাই দুর্দান্ত কিছু করে ফেলতে পারে।’

‘আমরা প্রেসিডেন্ট কাপেও দুই তিনজন খেলোয়াড়কে আশা করিনি এত ভাল করবে। টুর্নামেন্ট পরে ওদের নিয়ে আলোচনা সবচেয়ে বেশি ছিল। আশা করি যারা লাইমলাইটে নাই তারা ওরকম পারফরম্যান্স করবে, দলকে যতটুকু দেওয়া দরকার তারচেয়ে বেশি দিবে।’

ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ চৌধুরী রাহি, তৌহিদ হৃদয়, তানবির ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দি শুভ।

Comments

The Daily Star  | English

Hathurusingha suspended as Bangladesh coach

Chandika Hathurusingha has been suspended as the head coach of the Bangladesh cricket team, the president of the Bangladesh Cricket Board (BCB) Faruque Ahmed announced in Mirpur today.

2h ago