পল্টনে বাস পোড়ানোর ঘটনায় ‘জড়িত’ ৩ জন গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর পল্টন এলাকায় বাস পোড়ানোর ঘটনায় সরাসরি জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

আজ শনিবার ভোরে পল্টন এলাকায় অভিযান চালিয়ে ডিবি মতিঝিল বিভাগের সদস্যরা তাদের গ্রেপ্তার করেন। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে হাফিজ আক্তার এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার তিন জন হলেন— মো. লিয়ন হক (৩০), কাজী রেজাউল হক বাবু ওরফে জিম বাবু (২৮) ও মো. আজাদ (২৮)।

তিনি বলেন, গত ১২ নভেম্বর পল্টন বিএনপি’র দলীয় কার্যালয়ের বিপরীত পাশে অবস্থিত কর অঞ্চল-১০ এর সামনের থামিয়ে রাখা সরকারি স্টাফ বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। গণমাধ্যমকর্মীদের ধারণ করা ছবি ও ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে এসে বাসে অগ্নিসংযোগ করেন।

ওই দিন বিভিন্ন থানা এলাকায় ১১টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে গোয়েন্দা মতিঝিল বিভাগ পল্টন ও মতিঝিল থানায় দায়ের হওয়া চারটি মামলার তদন্ত করছে বলে জানিয়েছেন হাফিজ আক্তার।

আরও পড়ুন:

রাজধানীতে বাসে আগুন: ৩ ‘অগ্নিসংযোগকারী’ শনাক্ত

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

15h ago