পিএসএলে খেলায় বঙ্গবন্ধু কাপে বাড়তি সুবিধা দেখছেন তামিম
বিসিবি প্রেসিডেন্ট’স কাপের পর তামিম ইকবাল উড়ে গিয়েছিলেন পাকিস্তানে। দেশটির ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন তিনটি ম্যাচ। সেখানে মোহাম্মদ আমিরসহ ভালো মানের বোলারদের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা হয়েছে তার। ব্যাট হাতেও একেবারে খারাপ করেননি। সবমিলিয়ে খেলার মধ্যে থাকায় আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভালো করার প্রত্যাশায় আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মাঠে গড়াবে আগামী ২৪ নভেম্বর। আসরে তামিম নেতৃত্ব দেবেন ফরচুন বরিশালকে। প্রতিযোগিতার উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের জেমকন খুলনার বিপক্ষে লড়বে তার দল।
শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান তামিম বলেছেন, পিএসএল ও বঙ্গবন্ধু কাপের মধ্যে নানারকম ভিন্নতা থাকলেও ধারাবাহিক ক্রিকেট খেলার বিষয়টি কাজে দেবে, ‘দুইটা দুইরকম খেলা। তবে একটা ভালো জিনিস হয়েছে। ভালো দলের সঙ্গে তিন ম্যাচ খেলেছি। এমনিতে তো অতো খেলা হচ্ছে না। ওইটাই সাহায্য করবে যে, আমি ম্যাচের মধ্যেই আছি। আর আশা করি, টুর্নামেন্ট ভালো হবে, ক্রিকেট ভালো হবে।’
পিএসএলে তিন ম্যাচেই ভালো শুরু পেয়েছিলেন তামিম। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ১৮, ৩০ ও ৩৫ রান। তাতে কিছুটা আক্ষেপ থাকলেও ইতিবাচক দিক দেখছেন তিনি, ‘আমার কাছে মনে হয়, তিনটা ম্যাচেই আমি যেভাবে শুরু করেছিলাম, খুবই ইতিবাচক ছিল। আমি যে পরিকল্পনা করে ব্যাট করছিলাম, আমি সফল হচ্ছিলাম। কিন্তু সেটা ছোট সময়ের জন্য। তো এটাই একটা ধরতে হয় যে, ওই শুরুর পর আমার অন্তত ৫০-৬০ করা উচিত ছিল। যা আমি পারিনি। কিন্তু আমি খুশি যেভাবে আমি বল মারতে পেরেছি।’
আগের ম্যাচ বা টুর্নামেন্ট যতই ভালো বা খারাপ কাটুক না কেন, নতুন দিনে সাজাতে হয় নতুন পরিকল্পনা। তাই সাম্প্রতিক সময়ে দেশের বাইরে খেলার সুবিধা নিয়ে বঙ্গবন্ধু কাপে দারুণ শুরু চান তামিম, ‘তিনটা ম্যাচ খেলা মানসম্পন্ন বোলিংয়ের বিপক্ষে। অবশ্যই বাড়তি পাওয়া। যেটা হলো, তিন ম্যাচ খেলেন বা পাঁচ ম্যাচ খেলেন, নতুন টুর্নামেন্টে শুরু করতে হবে ভালোভাবে। আমি খেলার মধ্যে আছি। অন্যদের এই সুবিধা ছিল না। আমি আশা করি, ভালো হবে।’
Comments