রাশিয়া করোনা ভ্যাকসিন অন্য দেশকে দিতে প্রস্তুত: পুতিন
নিজেদের তৈরি করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ অন্যান্য দেশেও সরবরাহ করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গতকাল শনিবার রিয়াদে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে পুতিন বলেছেন, ‘যেসব দেশের ভ্যাকসিন প্রয়োজন তাদেরকে ভ্যাকসিন সরবরাহ করতে রাশিয়া প্রস্তুত।’
‘সবারই কার্যকর ও নিরাপদ ভ্যাকসিন পাওয়া উচিত’, বলেও মন্তব্য করেছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জি২০ সম্মেলনে রাশিয়ার দ্বিতীয় ও তৃতীয় করোনা ভ্যাকসিনও প্রস্তুত বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট।
তিনি বলেছেন, ‘ভ্যাকসিন অনুমোদন দেওয়া আমাদের সাধারণ লক্ষ্য। রাশিয়া সবার জন্য কার্যকর ও নিরাপদ ভ্যাকসিন সরবরাহের লক্ষ্যে শীর্ষ সম্মেলনের খসড়া সিদ্ধান্তকে সমর্থন করে। নিঃসন্দেহে, ভ্যাকসিন সবারই পাওয়া উচিত।’
'স্পুটনিক ভি'র কথা উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘নিজেদের বিজ্ঞানীদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন অন্যান্য দেশে সরবরাহের জন্য রাশিয়া প্রস্তুত।’
এছাড়া, নভোসিবিরস্ক গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত রাশিয়ার দ্বিতীয় ভ্যাকসিন ‘এপিভ্যাককরোনা’ও পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। রাশিয়ার তৃতীয় ভ্যাকসিনের কাজও শেষ পর্যায়ে আছে বলেও জানান পুতিন।
এদিকে, করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বে এক নজিরবিহীন অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে বলে রুশ প্রেসিডেন্ট পুতিন।
করোনাভাইরাস বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। মহামারিতে লাখো মানুষ প্রাণ হারিয়েছেন এবং কয়েক কোটি মানুষ চাকরি হারিয়েছেন।
বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট মোকাবিলায় জি২০ দেশগুলোর ১২ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ তৈরির বিষয়ে সমর্থন জানিয়েছেন পুতিন।
এছাড়াও, জরুরি চিকিত্সায় ২১ বিলিয়ন ডলারের তহবিল গঠন ও ভ্যাকসিন তৈরি, উত্পাদন ও বিতরণে আন্তর্জাতিক সহযোগিতার উদ্যোগকেও তিনি সমর্থন জানিয়েছেন।
Comments