অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড করোনা ভ্যাকসিন ৭০ শতাংশ কার্যকর
অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ৭০ শতাংশ কার্যকর বলে জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।
প্রতিষ্ঠানটির বরাত দিয়ে আজ সোমবার বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ও অ্যাস্ট্রাজেনেকা প্রস্তুতকৃত ভ্যাকসিনটির যুক্তরাজ্য ও ব্রাজিলে ট্রায়ালের পর এই ফল পাওয়া গেছে।
ভ্যাকসিনটি পরীক্ষামূলকভাবে নেওয়ার পর কারো হাসপাতালে ভর্তি হওয়ার সংবাদ পাওয়া যায়নি বলেও জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।
ট্রায়ালের প্রধান তদন্তকারী অধ্যাপক অ্যান্ড্রু পোলার্ড গণমাধ্যমকে বলেছেন, ‘যে ফল পাওয়া গেছে তাতে বলা যায় এটি কার্যকর ভ্যাকসিন যা জীবন রক্ষা করবে।’
তিনি জানিয়েছেন, দুই ভাগে ট্রায়াল নেওয়া হয়েছে। প্রথমে আধা ডোজ দেওয়ার এক মাস পর পুরো ডোজ দেওয়া হয়েছে। এটি ৯০ শতাংশ কার্যকর হয়েছে।
দ্বিতীয় দফায় এক মাসের মধ্যে দুটি পুরো ডোজ দেওয়া হয়েছে। সেটি ৬২ শতাংশ কার্যকর ছিল। এই দুটির ফল মিলিয়ে দেখা যাচ্ছে ভ্যাকসিনটির গড় কার্যকারিতা ৭০ শতাংশ।
Comments