ডিসেম্বরে করোনা ভ্যাকসিন প্রত্যাশা করছি: জার্মান স্বাস্থ্যমন্ত্রী
আগামী মাসেই তথা ডিসেম্বরে করোনা ভ্যাকসিন প্রত্যাশা করছে জার্মানি।
আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সৌদি আরব-ভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পাহন বলেছেন— জার্মানি আগামী মাসে করোনা ভ্যাকসিন ব্যবহারের কাজ শুরু করে দিতে পারে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির প্রকাশনা গ্রুপ রিডাকশনসনেটজওয়ের্ক ডয়েচল্যান্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পাহন বলেছেন, ‘আমাদের আশাবাদী হওয়ার কারণ হচ্ছে, ইউরোপে এই বছরেই ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হতে পারে। এরপর আমরা (ভ্যাকসিন ব্যবহারের) কাজ শুরু করে দিবো।’
তিনি জানিয়েছেন, জার্মানির রাজ্যগুলোকে মধ্য-ডিসেম্বরেই ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখতে বলা হয়েছে।
ইউরোপীয় কমিশন থেকে দ্বিপাক্ষিক চুক্তি ও অন্যান্য ব্যবস্থার মাধ্যমে জার্মানি করোনা ভ্যাকসিনের ৩০০ মিলিয়ন ডোজ সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছে উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘এই সংখ্যাটা অনেক। অন্যদের সঙ্গে এটি ভাগ করে নেওয়া যাবে।’
Comments