রংপুরে ইয়াবা-ফেনসিডিলসহ পুলিশের বরখাস্ত এএসআই আটক
রংপুরে মাদকসহ পুলিশের বরখাস্ত হওয়া এক এএসআইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার সকালে নগরীর ঠিকাদার পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে এএসআই মনিরুজ্জামানকে ৩১৯৮ পিস ইয়াবা ও এক বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
এর আগে মাদক সেবন ও কারবারে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এএসআই মনিরুজ্জামানকে।
রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব জানান, গোপন সূত্রে খবর পেয়ে সকাল সোয়া ১০টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় টাস্কফোর্স অভিযানে নগরীর স্টেশন রোডের ঠিকাদারপাড়ায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে মাদকসহ মনিরুজ্জামানকে আটক করা হয়।
পরে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হবে বলে তিনি জানান।
এএসআই মনিরুজ্জামান পরিবার নিয়ে রংপুর ওই বাড়িতে ভাড়া থাকতেন এবং সেখানে মাদকের কারবার চালিয়ে আসছিলেন বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
Comments