চট্টগ্রাম বন্দর দিয়ে স্ক্র্যাপ ঘোষণায় দেড় কোটি টাকা পাচার!
সংযুক্ত আরব আমিরাত থেকে স্ক্র্যাপ আমদানির ঘোষণা দিয়ে প্রায় দেড় কোটি টাকা পাচার করার প্রাথমিক প্রমাণ পেয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। আজ মঙ্গলবার কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার কর্মকর্তারা এ বিষয়ে নিশ্চিত হয়েছেন।
কাস্টমস সূত্র জানায়, কুমিল্লার বুড়িচং এলাকার আমদানিকারক প্রতিষ্ঠান সাকুরা স্টিল লিমিটেড ৫৩৬ টন স্ক্র্যাপ আনার ঘোষণা দিয়ে স্বল্প মূল্যের ১১৫ টন কনক্রিট নিয়ে আসে। ২০টি কনটেইনারে ২০১৯ সালের মাঝামাঝিতে চালানটি চট্টগ্রাম বন্দরে এলেও তা খালাসের উদ্যোগ নেননি আমদানিকারক।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল ও আজ এআইআর শাখার কর্মকর্তারা ২০টি কনটেইনারের কায়িক পরীক্ষা করেছেন। ঋণপত্রে পণ্যের মূল্য ছিল এক লাখ ৭১ হাজার ৫৭৪ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৪৫ লাখ টাকা। চট্টগ্রাম কাস্টম হাউসের অ্যান্টি মানিলন্ডারিং ইউনিট অনুসন্ধান করে পরবর্তীতে ব্যবস্থা নেবে।
Comments