মেসির ব্যাপারে গ্রিজমান বলছেন ‘উল্টো’ কথা
আতোঁয়ান গ্রিজমানের বার্সেলোনায় যোগ দেওয়াটা ভালোভাবে নেননি লিওনেল মেসি, এমন সংবাদই ফলাও করে ছাপিয়েছিল বেশ কিছু সংবাদমাধ্যম। কিন্তু তার প্রতি মেসির মনোভাব নিয়ে ভিন্ন কথাই বললেন এ ফরাসি তারকা। প্রথম দফায় তিনি বার্সেলোনায় যোগ দেননি বলে উল্টো মেসি রাগান্বিত হয়েছিলেন বলেই জানান গ্রিজমান।
সম্প্রতি গ্রিজমানের সাবেক এজেন্ট এরিক ওলহাতস ও চাচা ইমানুয়েল লোপেসের বক্তব্যে আরও একবার উঠে আসে পুরনো আলাপ। দুইজনই দাবি করেছেন, মেসির কারণেই বার্সেলোনায় ভালো খেলতে পারছেন না গ্রিজমান। যদিও এসব বিষয় সরাসরি অস্বীকার করেছেন এ ফরাসি তারকা। এমনকি তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেই জানান গ্রিজমান। কিন্তু তারপরও আলোচনা-সমালোচনা থেমে নেই।
২০১৯ সালে অ্যাতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যোগ দেন গ্রিজমান। তবে এর আগের মৌসুমে তার বার্সায় যোগ দেওয়াটা প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু শেষ মুহূর্তে হুট করে সিদ্ধান্ত বদল করেন গ্রিজমান। অ্যাতলেতিকোতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আর গ্রিজমান তখন বার্সেলোনায় যোগ না দেওয়ায় উল্টো রেগে গিয়েছিলেন মেসি, এ ফরাসি বললেন এমনটাই।
সম্প্রতি ‘ইউনিভার্সো ভালদানো’র সবশেষ প্রকাশনায় সাবেক ফুটবলার জর্জ ভালদানোকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিজমান বলেন, ‘যখন আমি বার্সায় যোগ দেই, তখন আমি লিওর (মেসি) সঙ্গে কথা বলেছি। প্রথম দফায় যখন বার্সেলোনায় যোগ দেওয়ার সুযোগ পেয়ে দেইনি, তখন সে রাগান্বিত ছিল। সে এটা জনসম্মুখে বললেও লিও আমাকে বলেছে, সে সবসময় আমার সঙ্গে রয়েছে এবং প্রতিদিনই আমি এটা দেখছি।'
তবে প্রথম দফায় সুযোগ লুফে না নেওয়ার কারণে পরে সবার কাছে ক্ষমাও চেয়েছিলেন গ্রিজমান, ‘বার্সেলোনায় দেরিতে যোগ দেওয়ার জন্য ক্ষমা চেয়েছিলাম এবং আমি বার্সেলোনায় যোগ দিব না বলার জন্যও। আর মেসিকে বলেছিলাম, মাঠে আমি আমার সর্বোচ্চটা দিব।’
Comments