স্যাটেলাইট ইমেজে ভারত-ভুটান সীমান্তে চীনের অবকাঠামো

স্যাটেলাইট ইমেজে বিরোধপূর্ণ ভারত-ভুটান সীমান্তের কাছে চীনের অবকাঠামো তৈরির দৃশ্য দেখা গেছে।
pangda-village-doklam.jpg
গত ২৮ অক্টোবর তোলা যুক্তরাষ্ট্রের ম্যাক্সার টেকনোলজিসের স্যাটেলাইট ইমেজে বিরোধপূর্ণ ভারত-ভুটান সীমান্তের কাছে চীনের অবকাঠামো তৈরির দৃশ্য। ছবি: সংগৃহীত

স্যাটেলাইট ইমেজে বিরোধপূর্ণ ভারত-ভুটান সীমান্তের কাছে চীনের অবকাঠামো তৈরির দৃশ্য দেখা গেছে।

আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন স্যাটেলাইট ইমেজে দেখা গেছে হিমালয় পর্বতমালা বরাবর বিরোধপূর্ণ ভারত-ভুটান সীমান্তের কাছে একটি এলাকায় অবকাঠামো নির্মাণ করেছে চীন।

২০১৭ সালে এই অঞ্চলকে ঘিরে প্রতিবেশী দেশগুলোর মধ্যে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক স্যাটেলাইট পরিচালনা সংস্থা ম্যাক্সার টেকনোলজিসের গত ২৮ অক্টোবর তোলা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ‘তোরসা নদীর উপত্যকা এলাকায় চলতি বছরে পুরোদমে ব্যাপক অবকাঠামো তৈরি করা হয়েছে।’

এক বার্তায় ম্যাক্সার জানিয়েছে, বিরোধপূর্ণ দকলাম এলাকার কাছে ‘নতুন সামরিক মজুদ বাঙ্কার’ তৈরির দৃশ্যও স্যাটেলাইট ইমেজে দেখা গেছে।

ইমেজে আরও দেখা গেছে, বিরোধপূর্ণ সীমান্তের কাছে ভুটানের ভেতরে পাংদা গ্রামটিকে নতুন করে গড়ে তোলা হয়েছে। এর কাছে চীনের ভেতরে একটি সাপ্লাই ডিপো তৈরি করা হয়েছে।

সংবাদ প্রতিবেদন মতে, ২০১৭ সালে যেখানে ভারত ও চীনের সেনারা যে এলাকায় সংঘাতে জড়িয়েছিলেন সেই এলাকার কাছে এ এসব নতুন অবকাঠামো তৈরি করা হয়েছে।

ভারতে ভুটানের রাষ্ট্রদূত মেজর জেনারেল ভেটসপ নামগিয়েল এক বার্তায় বলেছেন, ‘ভুটানের ভেতরে চীনের কোনো অবকাঠামো নেই।’

সিএনএন’র পক্ষ থেকে এ বিষয়ে চীন ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago