মাস্ক না পরায় দুই জেলায় ২২৪ জনকে জরিমানা
করোনাভাইরাসের বিস্তার রোধে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিতে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। যারা স্বাস্থ্যবিধি মানছেন না তাদের জরিমানা করা হচ্ছে।
মঙ্গলবার মৌলভীবাজার ও বরিশালে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় ২২৪ জনকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি না মানায় দেড় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা
আজ দুপুর ২টা পর্যন্ত মাস্ক না পরায় মৌলভীবাজার জেলা শহর ও সব উপজেলায় ১৬২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২৭ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সব জরিমানা করে।
গতকাল সোমবারের অভিযানে ২৬০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, জেলা শহর ও সব উপজেলায় প্রশাসনের কর্মকর্তারা একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হচ্ছে।
বরিশালে মাস্ক না পরায় ৬২ জনকে জরিমানা
বরিশালে মাস্ক ব্যবহার না করায় তিনটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬২ জনকে ১১ হাজার ২০০ টাকা
জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বরিশাল জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অভিযান পরিচালনা করেন। এ সময় মাস্ক না পড়ায় পথচারী, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চালকদের জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের মুখপাত্র ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার দাস জানান, জনগণকে সচেতন করতে এই অভিযান। এটি অব্যাহত থাকবে।
Comments