আইসিসির নতুন স্বাধীন চেয়ারম্যান বার্কলে
গ্রেগ বার্কলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি স্থলাভিষিক্ত হয়েছেন শশাঙ্ক মনোহরের, যিনি চলতি বছরের জুলাইতে পদত্যাগ করেছিলেন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন প্রধান হিসেবে নিউজিল্যান্ডের বার্কলের নির্বাচিত হওয়ার বিষয়টি জানিয়েছে আইসিসি। নির্বাচনে তিনি পরাস্ত করেছেন ইমরান খাজাকে, যিনি শশাঙ্কের পদত্যাগের পর থেকে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
নির্বাচনের দ্বিতীয় দফায় খাজাকে ১১-৫ ব্যবধানে হারিয়েছেন বার্কলে। প্রথম দফায় তিনি জিতেছিলেন ১০-৬ ভোটে। কিন্তু তা যথেষ্ট ছিল না। কারণ, নির্বাচনে জিততে হলে সদস্যদের ১৬ ভোটের দুই-তৃতীয়াংশ পেতে হয়।
পেশায় আইনজীবী বার্কলে ২০১২ সাল থেকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) পরিচালকের দায়িত্বে ছিলেন। এতদিন তিনি আইসিসিতে এনজেডসির প্রতিনিধিও ছিলেন। তবে স্বাধীনভাবে আইসিসিকে নেতৃত্ব দেওয়ার স্বার্থে স্বাভাবিকভাবেই তিনি এখন নিজ দেশের ক্রিকেট সংস্থার পদ থেকে সরে দাঁড়াবেন।
বার্কলে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে পরিচালকের দায়িত্বে ছিলেন। নিউজিল্যান্ডের নর্দার্ন ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছিলেন। তাছাড়া, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিভিন্ন কোম্পানির পরিচালকের দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তার।
নির্বাচিত হয়ে বার্কলে বলেছেন, ‘আইসিসির চেয়ারম্যান হতে পেরে আমি সত্যিই গর্বিত। আইসিসির সহকর্মী পরিচালকদের সহযোগিতার জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আশা করছি, খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একত্রে কাজ করতে পারব এবং বৈশ্বিক মহামারি পরিস্থিতি কাটিয়ে শক্ত অবস্থানে যেতে পারব।’
খাজার উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘খেলাটির জন্য একটি কঠিন সময়ে আইসিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেওয়ার জন্য ইমরান খাজাাকে আমি ধন্যবাদ জানাতে চাই। ভবিষ্যতেও কাজের ক্ষেত্রে তার সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখার প্রত্যাশায় আছি আমি।’
Comments