থাইল্যান্ডে জব্দ ‘শতকোটি ডলারের মাদক’ আসলে কাপড়ের দাগ তোলার পাউডার
প্রায় ১০০ কোটি ডলার মূল্যের বিপুল পরিমাণ কেটামিন মাদক জব্দ করা হয়েছে বলে এ মাসের শুরুতে দাবি করে থাইল্যান্ডের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তবে ল্যাব পরীক্ষায় দেখা গেছে, মাদক হিসেবে যা জব্দ করা হয়েছে তা আসলে ট্রাইসোডিয়াম ফসফেট। যা মূলত কাপড়ের দাগ তোলার জন্য ব্যবহৃত হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চেতনানাশক হিসেবে কেটামিন এক ধরনের হ্যালুসিনেশন সৃষ্টি করে। এর অনিয়ন্ত্রিত ব্যবহার শরীরের ক্ষতি এমনকি মৃত্যুরও কারণ হতে পারে। অপর দিকে, ট্রাইসোডিয়াম ফসফেট কাপড় থেকে দাগ তোলার ক্ষেত্রে কাজে লাগানো হয়। কখনও কখনও এটি খাবারেও ব্যবহৃত হয়।
আজ বুধবার থাই আইনমন্ত্রী সোমসাক থেপুস্থিন জানান, প্রাথমিক পরীক্ষায় ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে পদার্থটিকে কেটামিন মনে হওয়ায় বিপুল পরিমাণ মাদক জব্দের দাবি করা হয়েছিল।
গত ১২ নভেম্বর থাইল্যান্ডের কর্মকর্তারা তাইওয়ানের কাছ থেকে তথ্য পেয়ে স্থানীয় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১১ টন সাদা পাউডার জব্দ করার কথা জানান। কর্মকর্তারা এটিকে ‘থাইল্যান্ডে জব্দ হওয়া সবচেয়ে বড় মাদকের চালান’ বলে উল্লেখ করেন।
অভিযানে সাদা পাউডারের মোট ৪৭৫টি ব্যাগ পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
থাইল্যান্ডের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ওএনসিবি-র মহাসচিব উইচাই চাইমোংখোল বলেন, ‘থাইল্যান্ডে জব্দ হওয়া সবচেয়ে বড় মাদকের চালান এটি। খুচরা বাজারে এর আনুমানিক মূল্য ২৮ দশমিক ৭ বিলিয়ন বাথ (৯৫ কোটি ডলারের বেশি)।’
আজ থাই আইনমন্ত্রী সোমসাক থেপুস্থিন সাংবাদিকদের বলেন, ‘এটা যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে তা আমাদের সংস্থাকে অবশ্যই স্বীকার করে নিতে হবে। প্রযুক্তিগত ত্রুটির কারণে এমনটি হয়েছে।’
সোমসাক জানান, পরীক্ষায় নিশ্চিত না হয়েই তড়িঘড়ি করে ওই সংবাদ সম্মেলন করা ওএনসিবির উচিত হয়নি।
Comments