মিশা-জায়েদের পদত্যাগের দাবিতে আবারও আন্দোলনে শিল্পীরা

FDC.jpg
মিশা সওদাগর ও জায়েদ খানের পদত্যাগের দাবিতে চলচ্চিত্র শিল্পীদের মানববন্ধন। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭-২০১৮ সালের দ্বিবার্ষিক নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬২৪ জন। মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল বিজয়ী হওয়ার পর এই তালিকা থেকে মোট ১৮৪ জনের ভোটাধিকার বাতিল করে সহযোগী সদস্য করা হয়।

নতুন করে ২০ জন শিল্পীকে ভোটার করা হয়। এর জেরে দীর্ঘদিন ধরেই এই দুজনের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আন্দোলন করে আসছেন ভুক্তভোগী শিল্পীরা। পদত্যাগ চাইছেন তাদের।

আজ বুধবার মিশা-জায়েদের পদত্যাগ দাবিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী অধিকার রক্ষা ফোরামের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টার দিকে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন সাদিয়া মির্জা, বেবি, পারভীন, ডেঞ্জার নাসিম, লিটনসহ বেশ কয়েকজন চলচ্চিত্র শিল্পী। তাদের বেশিরভাগই শিল্পী সমিতির সদস্যপদ হারানো সদস্য।

মানববন্ধনে চলচ্চিত্র শিল্পীরা বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে অবিলম্বে বিতর্কিত দুই জনের পদত্যাগ করতে হবে।’

অভিনেত্রী সাদিয়া মির্জা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘আমার ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। এরকম আরও অনেকের সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু মিশা সওদাগর ও জায়েদ খান প্রতিহিংসা চরিতার্থ করতেই আমাদের সদস্যপদ বাতিল করেছেন।’

এর আগেও, গত ১৯ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সামনে মানববন্ধন করেছে সংগঠনটি।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

47m ago