মাস্ক থাকলে ফুল, না থাকলে জরিমানা ও শপথ
করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পুলিশের ভ্রাম্যমাণ অভিযান চলছে। মাস্ক না থাকলে করা হচ্ছে জরিমানা, করানো হচ্ছে শপথ। মাস্ক থাকলে ফুল দিয়ে জানানো হচ্ছে ধন্যবাদ।
আজ বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল বুধবার পর্যন্ত জেলার সব উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯৩২টি মামলায় এক লাখ ৯০ হাজার ৫৪০ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ রুখতে আমরা অভিনব উপায় বেছে নিয়েছি। জেলা শহরসহ সব উপজেলায় আমরা মাস্ক বুথ করেছি। সেখানে মাস্ক পরার শপথ করানো হয়। সব উপজেলায় ও জেলা শহরে র্যালি করেছি।’
তিনি বলেন, ‘যাদের মাস্ক আছে তাদের ফুল দেওয়া হচ্ছে। যাদের মাস্ক নেই তাদের মাস্ক পরিয়ে শপথ করিয়ে দেওয়া হচ্ছে। মাস্ক না থাকলে শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।’
সমসের নগর রোডের সাদেক মিয়া বলেন, ‘আমি কখনই মাস্ক পড়িনি ঠিকমতো। কিন্তু, গত মঙ্গলবার আমাকে এই পাঁচ টাকার মাস্কের জন্য ২০০০ টাকা জরিমানা করলো। এখন মাস্ক পড়ি।’
শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম জানান, উপজেলার ৯০ শতাংশ মানুষ মাস্ক ব্যবহার করছেন।
কুলাউড়ার ইউএনও একেএম ফরহাদ চৌধুরীও তার উপজেলার বিষয়ে একই তথ্য দিয়েছেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘মাস্ক পরা নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’
Comments