কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে হত্যা
কুমিল্লার বরুড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহিরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বরুড়া পৌর এলাকার জীবনপুর হাসেম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
বরুড়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জহির বরুড়া পৌরসভার জিনসাইর গ্রামের আব্দুল মালেকের ছেলে ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানান তিনি।
স্থানীয় উত্তর শিলমুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবু ইশাহাক বলেন, 'স্থানীয় শালিস বৈঠককে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জেনেছি। বিবাদমান পক্ষের বহিরাগত সন্ত্রাসীদের হামলায় জহির নিহত হয়েছেন।'
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Comments