মামুনুল মাহফিলে আসেননি: হাটহাজারির ইউএনও
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকিদাতা মামুনুল হক মাহফিলে অংশ নিতে যাননি বলে জানিয়েছেন হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।
আজ শুক্রবার হাটহাজারি উপজেলার পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে অংশ নেওয়ার কথা ছিল মামুনুলের।
ইউএনও রুহুল আমিন আজ সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মামুনুল মাহফিলে আসেননি। উনি হাটহাজারিতেই আসেননি।’
অপ্রীতিকর ঘটনা এড়াতে মাহফিল এলাকাসহ হাটহাজারি উপজেলায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে।’
আল-আমিন সংস্থা নামে একটি সংগঠন হাটহাজারি উপজেলার পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই কোরআন মাহফিলের আয়োজন করছে। গত ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই মাহফিলের সমাপনী অনুষ্ঠানে মামুনুলের অংশ নেওয়ার কথা ছিল।
মামুনুল হকের চট্টগ্রাম যাওয়া ঠেকাতে সকাল থেকে নগরীর কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়েছে ছাত্রলীগ।
Comments