বেল্টে কোটি টাকার স্বর্ণের বার, গ্রেপ্তার ১
চট্টগ্রাম থেকে ঢাকায় পাচারের সময় ১৪টি স্বর্ণের বারসহ চোরাচালান চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম রেলস্টেশন থেকে নগরীর কোতোয়ালী থানা পুলিশ উত্তম সেন (৩৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ও তার কাছে থাকা স্বর্ণ জব্দ করে।
পুলিশ জানায়, জব্দকৃত স্বর্ণের বারগুলোর ওজন দুই কেজি ৫৮২ দশমিক ৬৪ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৪৩ লাখ ৪৫ হাজার টাকা।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্টেশনের প্রবেশপথে সন্দেহজনক গতিবিধি দেখে এক ব্যক্তিকে তল্লাশি করে টহল পুলিশের একটি দল। এ সময় তার কোমরের বেল্টের নিচে এবং পকেটের ভেতর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।’
ওসি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণের বারগুলো নগরীর হাজারি গলির এসএন শিল্পালয় নামে একটি স্বর্ণের দোকানের মালিকের বলে জানায় ওই ব্যক্তি। স্বর্ণের বারগুলো চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল সে।’
এ ঘটনায় উত্তম ও এসএন শিল্পালয়ের মালিক সনজিৎ ধরকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
Comments