নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত অন্তত ৪০
নাইজেরিয়ার উত্তর-পূবাঞ্চলীয় বর্নো রাজ্যের একটি খামারে জঙ্গিদের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
আজ রোববার স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় এক গ্রামপ্রধান, জামারমারি গোষ্ঠীর স্থানীয় এক যোদ্ধা ও পুলিশ সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সকালে স্থানীয় সরকারের জেরে এলাকার কওয়াশেবে জামারমারিতে শ্রমিকরা ধান সংগ্রহ করছিলেন। সে সময় হামলাটি চালানো হয়।
এই ঘটনার পর হামলাকারীদের খোঁজে অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে চাইলে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি নাইজেরিয়ার সামরিক বাহিনী ও পুলিশ।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স, এই দুই জঙ্গি গোষ্ঠীই সক্রিয় রয়েছে। গত এক দশক ধরেই ওই অঞ্চলে তাদের আধিপত্য রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরে নাইজেরিয়ায় খাদ্যের মূল্য অনেক বেড়ে গেছে। খাদ্য উৎপাদন বেশি হওয়া অঞ্চলগুলোর নিরাপত্তাহীনতাকেই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দেখছেন দেশটির রাজনীতিবিদরা। এ ছাড়াও, এ বছরের শুরুর দিকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যার কারণেও হাজারো হেক্টর জমির ধান নষ্ট হয়েছিল।
Comments