পটুয়াখালীতে ট্রলিচাপায় যুবক নিহত
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ট্রলিচাপায় মো. সোহেল মোল্লা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তুলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোহেল মোল্লা ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামের আনোয়ার মোল্লার ছেলে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, মোটরসাইকেলে তরমুজ খেতের এক শ্রমিককে নিয়ে তুলাতলী এলাকায় গিয়েছিলেন সোহেল। শ্রমিককে নামিয়ে দিয়ে মোটরসাইকেল ঘোরানোর সময় পেছন থেকে আসা ট্রলি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে— বলেন মনিরুজ্জামান।
Comments