সাইফুদ্দিনের ফেরার অপেক্ষা বাড়ল
টুর্নামেন্ট শুরুর দুদিন আগে গোড়ালির চোটে পড়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। তাকে দেওয়া হয়েছিল এক সপ্তাহের বিশ্রাম। তবে এক সপ্তাহ পেরিয়ে গেলেও ফিরতে পারছেন না তিনি।
মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যানেজার হান্নান সরকার রোববার জানান, সাইফুদ্দিনকে পাওয়ার পথ আরও দীর্ঘ হচ্ছে তাদের, ‘সাইফুদ্দিনের পুনর্বাসনের প্রক্রিয়া ভালোভাবে এগুচ্ছে। বিসিবির চিকিৎসকের পরামর্শে দলের ফিজ তার দেখভাল করছেন। তাদের মতে টুর্নামেন্টের মাঝপথে মাঠে ফিরতে পারেন সাইফুদ্দিন। তবে বিসিবির ফিটনেস প্রটোকল অনুমোদন করলেই তবে তিনি খেলতে পারবেন।’
প্লেয়ার্স ড্রাফটে ‘এ’ ক্যাটাগরির কোন খেলোয়াড় না নেওয়ায় সাইফুদ্দিন ছিলেন দলের সেরা তারকা। তবে তাকে ছাড়াই রাজশাহী তিন ম্যাচের মধ্যে দুটিতেই জিতেছে। চোটের হাল বলছে অন্তত আরও তিন ম্যাচ সাইফুদ্দিনকে ছাড়াই খেলতে হবে রাজশাহীকে।
গত ২২ নভেম্বর অনুশীলনের আগে গা গরমের ফুটবল খেলতে গিয়ে চোটে পড়েন সাইফুদ্দিন। সেদিন লাঠিতে ভর দিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
Comments