ভারতে করোনা পরিস্থিতি আলোচনায় সর্বদলীয় বৈঠকের ডাক

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সর্বদলীয় বৈঠক ডেকেছে দেশটির সরকার।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সর্বদলীয় বৈঠক ডেকেছে দেশটির সরকার।

আজ সোমবার সরকারের এক সূত্রের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস

হিন্দুস্তান টাইমস জানায়, আগামী শুক্রবার সকালে ভার্চুয়ালি ওই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।

সংবাদ মাধ্যমটি আরও জানায়, সংসদের দুই কক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এই বৈঠকে ডাকা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটায় এই বৈঠক হবে। ইতোমধ্যে সংসদীয় দলনেতাদের কাছে আমন্ত্রণও পৌঁছে গেছে।

দিল্লিতে বর্তমানে করোনার তৃতীয় ঢেউ চলছে। ফলে, বাজেট অধিবেশন ও শীতকালীন অধিবেশন একসঙ্গে করার প্রস্তাব সরকার সর্বদলীয় দিতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ২৪ নভেম্বর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি। ওই বৈঠকে করোনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ ও টিকা নিয়ে আলোচনা হয়।

Comments