১৭ দিনে সন্ধান মেলেনি লালমনিরহাটে অপহৃত স্কুলছাত্রীর
লালমনিরহাট সদর উপজেলা থেকে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী অপহরণের ১৭ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কালমাটি করিমবাজার গ্রামের মনোয়ারুল ইসলাম (২৬) নামে এক যুবক অপহরণের মূলহোতা।
গত ১৩ নভেম্বর বিকালে স্কুল থেকে ওই ছাত্রী অপহরণের শিকার হয়। ওই ঘটনায় ১৮ নভেম্বর স্কুলছাত্রীর বাবা মনোয়ারুলসহ তিন জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করেন। ২০ নভেম্বর পুলিশ আশরাফ আলী নামে এক আসামিকে গ্রেপ্তার করলেও মনোয়ারুলের সন্ধান পাওয়া যায়নি।
স্কুলছাত্রীর মা বলেন, ‘এখনো আমাদের মেয়ের কোনো খোঁজ মেলেনি। মেয়েটি কোথায় আছে, কেমন আছে কে জানে!’
অপহৃত স্কুলছাত্রীর বাবা অভিযোগ করেছেন, ‘আমাদের মেয়েকে উদ্ধারে পুলিশের কোনো তৎপরতা নেই। যোগাযোগ করা হলে পুলিশ শুধু চেষ্টা চলছে বলে আশ্বাস দিচ্ছে। নদী ভাঙনে আমরা ভূমিহীন হয়ে পড়েছি। এর মধ্যে মেয়েকেও পাওয়া যাচ্ছে না।’
মামলার তদন্তকারী কর্মকর্তা হালিমুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশ অপহরণকারী ও অপহৃত স্কুলছাত্রীর অবস্থান জানার চেষ্টা করছে।’
Comments