জাবিতে স্নাতক পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

স্নাতক চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষার্থীদের প্রতীকী অবস্থান। ছবি: স্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষা গ্রহণের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

পরে এক সংবাদ সম্মেলনে আগামী ৬ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার সময়সূচী প্রকাশের আল্টিমেটাম দিয়েছেন তারা।

আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আমিরুল ইসলাম সুজন বলেন, ‘ইতোপূর্বে আমরা স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন ও উপাচার্যকে স্মারকলিপি দিয়েছি। আজ আমরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছিলাম। অবস্থানের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমাদের প্রতিনিধিদের আলোচনার জন্য ডেকেছেন।’

আলোচনায় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ বলেন, ‘শিক্ষার্থীদের স্মারকলিপির প্রেক্ষিতে উপাচার্য একটি প্রশাসনিক সভা ডেকে আলোচনা করেছেন। পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এখন একটি বিভাগীয় সভাপতিদের সভা, একটি ডিনস কমিটির বৈঠক, একাডেমিক কাউন্সিলের সভা এবং সিন্ডিকেট সভা হলেই আমরা পরীক্ষার সময়সূচী প্রকাশ করতে পারব।’

রেজিস্ট্রারের বক্তব্যের প্রেক্ষিতে শিক্ষার্থীরা জানান, আগামী ৬ ডিসেম্বরের মধ্যে কর্তৃপক্ষের সুনির্দিষ্ট বক্তব্য না পেলে পরবর্তী কর্মসূচি হিসেবে প্রশাসনিক ভবন অবরোধ করতে বাধ্য হবেন তারা।

এ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে অবস্থান অবৈধ উল্লেখ করে রেজিস্ট্রার বলেন, ‘ক্যাম্পাসে যেকোনো ধরনের জমায়েত নিষিদ্ধ। তাই শিক্ষার্থীরা কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারবে না।’

নুরুজ্জামান শুভ নামের আরেক শিক্ষার্থী জানান, অনেক বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষা হয়ে গেছে। করোনার মধ্যেও আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সময়সূচী প্রকাশ করেছে কয়েকটি বিশ্ববিদ্যালয়। কিন্তু জাবি প্রশাসনের এ ব্যাপারে কোনো মাথাব্যথা আছে বলে মনে হচ্ছে না।

তিনি বলেন, ‘সেশন জটের কারণে আমরা ৪১তম বিসিএসে আবেদন করতে পারিনি। এখন ৪৩তম বিসিএসের সার্কুলারও হয়ে গেছে। কিন্তু আমাদের পরীক্ষা শেষ করার কোনো উদ্যোগ নেই। তাই আর সময় ক্ষেপণ না করে দ্রুত চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার সময়সূচী প্রকাশ করতে হবে।’ 

Comments

The Daily Star  | English

Loud blasts heard in west Tehran: AFP journalist

A large cloud of black smoke billowed over the area of the Iranian capital

18m ago