ইইউতে ভ্যাকসিনের জরুরি অনুমোদন চেয়ে আবেদন ফাইজার-বায়োএনটেকের
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর এবার ইউরোপীয় ইউনিয়নে করোনা ভ্যাকসিনের জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের আবেদন করেছে ফাইজার-বায়োএনটেক।
রয়টার্স জানায়, আজ মঙ্গলবার মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও তাদের জার্মান সহযোগী বায়োএনটেক তাদের করোনা ভ্যাকসিন শর্তসাপেক্ষে ব্যবহারের অনুমোদনের জন্য ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা ইউরোপীয় মেডিসিন এজেন্সিতে (ইএমএ) আবেদন করেছে।
এর আগে, গত ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রে এই ভ্যাকসিনের জরুরি ব্যবহার অনুমোদনের আবেদন করা হয়।
আরেক করোনা ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নাও গতকাল যুক্তরাষ্ট্রে এবং আজ ইউরোপীয় ইউনিয়নে জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করেছে।
গত ১৮ নভেম্বর ফাইজার-বায়োএনটেক তাদের ট্রায়ালের চূড়ান্ত পরীক্ষার ফলে ভ্যাকসিনটির ৯৫ শতাংশ কার্যকারিতার কথা জানায়। তাছাড়া এই ভ্যাকসিন ব্যবহারে নিরাপত্তাজনিত কোনও উদ্বেগ নেই বলেও জানানো হয়।
প্রতিষ্ঠান দুটি যুক্তরাষ্ট্র ও ইউরোপে ডিসেম্বরের প্রথমদিকেই অনুমোদন পেতে পারে বলে আশা করছে।
ব্রিটিশ সরকার গত সপ্তাহে জানায়, মার্কিন-জার্মান যৌথ সহযোগিতায় তৈরি এই ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালের তথ্য ও প্রতিবেদন ইউকে মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) এর কাছে পৌঁছে দেয়।
Comments