'অনেক সেন্টার-ব্যাকের চেয়ে ভালো খেলে এদেরসন'

ছবি: টুইটার

হালের অন্যতম সেরা গোলরক্ষক ম্যানচেস্টার সিটি তারকা এদেরসন। গোলরক্ষকের নিয়মিত কাজের পাশাপাশি ডিফেন্ডারদের সঙ্গেও সমান তালে খেলতে দেখা যায় তাকে। এমনকি অনেক ডিফেন্ডারদের চেয়েও ভালো খেলেন বলে মনে করেন বেনফিকার যুব দলের কো-অর্ডিনেটর রদ্রিগো মাগালহায়েস।

মূলত মাগালহায়সের হাত ধরেই গড়ে উঠেছেন এদেরসন। সিটিতে যোগ দেওয়ার আগে বেনফিকাতে ছিলেন তিনি। ২০১৭ সালে  ৩৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে যোগ দেন সিটিতে। তখন থেকেই কোচের আস্থার প্রতিদান দিয়ে দারুণ খেলে যাচ্ছেন এ ব্রাজিলিয়ান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেকে পেনাল্টি স্পেশালিষ্ট হিসেবে দাবী করেন এদেরসন। কিন্তু দল থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয় না বলেই জানান তিনি। মূলত ক্যারিয়ারের শুরুতে একজন ফরোয়ার্ড হিসেবে খেলা শুরু করেছিলেন। চেয়েছিলেনও হতে। কিন্তু বার পোস্টের নিচে তার দক্ষতা আরও বেশি থাকায় শেষ পর্যন্ত গোলরক্ষকই হন তিনি।

আর এদেরসনের এমন দক্ষতায় মুগ্ধ মাগালহায়েস বলেন, 'এদেরসনের সবসময়ই পায়ে আশ্চর্য দক্ষতা ছিল, ও অনেক সেন্টার-ব্যাকের চেয়ে ভালো খেলে। আমার মনে আছে জুনিয়র চ্যাম্পিয়নশিপে সে অসাধারণ একটি পাস দিয়েছিল। সে সবসময়ই প্রশান্তি দিয়ে ফুটবল খেলে।'

আধুনিক ফুটবলে একজন গোলরক্ষক নিজের কাজে পাশাপাশি ডিফেন্ডারদের দারুণভাবে সহায়তা করে থাকেন। তাতে দলের আক্রমণের শক্তি কিছুটা হলেও বৃদ্ধি পায়। সিটি কোচ গার্দিওলাও বরাবরই এমন ধরণের গোলরক্ষকদের পছন্দ করেন। যে কারণে সিটির দায়িত্ব নেওয়ার পরই প্রথমেই বার্সা থেকে ক্লাদিও ব্রাভোকে দলে টানেন।

অথচ সিটির মূল গোলরক্ষক তখন ছিলেন জো হার্ট। দারুণ খেলছিলেনও তিনি। কিন্তু উপরে উঠে দলের ডিফেন্ডারদের সঙ্গে তাল মিলিয়ে খেলতে পারদর্শী না হওয়ায় বিকল্প খুঁজে আনেন তিনি। পরে এদেরসনে মুগ্ধ হয়ে ২০১৭ সালে তাকে দলে টানেন। তখনই থেকেই দলের মুল গোলরক্ষক এই ব্রাজিলিয়ানই।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

43m ago