সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথ কিনতে আগ্রহী সৌদি আরব, ভুটান
ভারতের পর সৌদি আরব, ভুটানও বাংলাদেশ থেকে সাবমেরিন ক্যাবল লাইনের ব্যান্ডউইথ কিনতে চায়।
আজ জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) এর সভায় ৬৯৩ কোটি টাকায় তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
একনেক বৈঠকের পর পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম সাংবাদিকদের বলেন, ভারতের সাতকন্যা হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ কিনছে। আর ভুটানের কাছে ব্যান্ডউইথ বিক্রির জন্য ইতিমধ্যে চুক্তি হয়েছে।
তিনি বলেন, সৌদি আরবও বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ কিনতে আগ্রহ প্রকাশ করেছে।
তৃতীয় সাবমেরিন প্রকল্পের বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশব্যাপী আধুনিক ব্রডব্যান্ড ইন্টারনেটের নিরবচ্ছিন্ন সেবা প্রদানসহ বর্ধিষ্ণু চাহিদা পূরণে বিএসসিসিএল’র সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, ইন্টারনেটের মাধ্যমে ডাটা স্থানান্তরের হারের হিসাবকে ব্যান্ডউইথ বলে।
আরও পড়ুন:
Comments