বীর মুক্তিযোদ্ধা হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড
বীর মুক্তিযোদ্ধা ও ঢাকার কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল্লাহ চৌধুরী হত্যা মামলায় সাত জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে মুক্তি দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন— গুলজার, আসিফ, শিহাব, আহসানুল, রফিকুল, তাজুল ও জাহাঙ্গীর। আসামিদের মধ্যে জাহাঙ্গীর ও আহসানুল কারাগারে আছেন। বাকিরা পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় শম্পা নামে এক নারীকে মুক্তি দিয়েছেন আদালত।
২০১৫ সালের ২ জুলাই আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। মামলার নথিপত্র অনুযায়ী, স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত আতিকুল্লাহ চৌধুরী ২০১৩ সালের ১০ ডিসেম্বর নিখোঁজ হয়েছিলেন। পরের দিন দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকার একটি হাসপাতালের পাশে তার মরদেহ পাওয়া যায়।
হত্যার পরে পরিচয় গোপন করতে দুর্বৃত্তরা তার মরদেহ আগুনে পোড়ায়। আংশিক পোড়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার সঙ্গে থাকা কাগজপত্র ও ব্যাংকের এটিএম কার্ড দেখে মরদেহ শনাক্ত করা হয়।
Comments