সোনারগাঁওয়ে ২ প্রতিষ্ঠানের কার্যক্রম ‘অবৈধ’ ঘোষণা হাইকোর্টের
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আবাসনের জন্য কৃষিজমি, নিম্নভূমি ও জলাশয় দখল ও ভরাট করায় দুই বেসরকারি প্রতিষ্ঠান ইউনিক প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (ইউপিডিএল) ও সোনারগাঁ ইকোনমিক জোনের (এসইজেড) কার্যক্রম ‘অবৈধ’ ঘোষণা করেছেন হাইকোর্ট।
সোনারগাঁওয়ে ইউপিডিএল ও এসইজেডের আবাসন প্রকল্প এবং অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি, জলাশয় দখলের বৈধতাকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি রাজীক আল জালীলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এ ছাড়া, সোনারগাঁওয়ের ছয় মৌজায় ওই দুই প্রতিষ্ঠানের কাছ থেকে ছয় মাসের মধ্যে জমি ও জলাশয় আগের অবস্থায় ফিরিয়ে নিতে পরিবেশ অধিদপ্তর (ডিওই) এবং সোনারগাঁও ও নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
দুই প্রতিষ্ঠানকে আদালত ওই জমির মাটি অপসারণ করে ছয় মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মেঘনা নদীর তীরে সোনারগাঁও এলাকার ছয়টি মৌজায় ইউপিডিএল ও এসইজেড হাইকোর্ট ও আপিল বিভাগের জারিকৃত বিভিন্ন আইন লঙ্ঘন করে এসব ভূমি দখল করেছে বলে রায়ের পর্যবেক্ষণে জানান হাইকোর্ট।
আজ আদালতে বেলা’র পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী জনাব ফিদা এম কামাল, সৈয়দা রিজওয়ানা হাসান এবং অপর পক্ষে ছিলেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, এ্যাডভোকেট আহসানুল করিম।
Comments