পদ্মা সেতু প্রকল্পের নিরাপত্তায় কম্পোজিট ব্রিগেড স্থাপনের কাজ দ্রুত করার সুপারিশ সংসদীয় কমিটির
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক নিরাপত্তার স্বার্থে ৯৯ কম্পোজিট ব্রিগেড স্থাপন শীর্ষক প্রকল্পের কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করেছে এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদ সদস্য এবং কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া।
বৈঠকে প্রতিরক্ষা সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ভাতার পরিবর্তে রেশ, সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান পারসন, ওয়ান র্যাঙ্ক’ প্রবর্তন, বৈমানিকদের ইনস্যুরেন্স বৃদ্ধি বাস্তবায়নের ব্যাপারে গৃহীত কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন।
বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কার্যক্রমের সর্বশেষ অবস্থা, বিএনএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ, পতেঙ্গা চট্টগ্রাম (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের অগ্রগতি নিয়েও পর্যালোচনা করা হয়। সেই সঙ্গে জাতিসংঘ থেকে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জনে শান্তিরক্ষা মিশনে নারী শান্তিরক্ষী বৃদ্ধির ব্যাপারে আলোচনা হয়।
বৈঠকে প্রতিরক্ষা সচিবসহ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
Comments