চট্টগ্রামে ১২ বছর আগের ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

স্টার অনলাইন গ্রাফিক্স

১২ বছর আগের এক ধর্ষণ মামলায় পলাতক এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

আজ বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা জজ মো. মশিউর রহমান খান এ রায় দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ্যাডভোকেট জেসমিন আক্তার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন।’

‘আসামী মামলার পর থেকেই পলাতক ছিলেন। ঘটনার সময় তার বয়স ছিল ১৮,’ বলেন তিনি।

দণ্ডিত মো. সাদ্দাম হোসেন নগরীর কোতোয়ালি থানার বাসিন্দা।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি রাতে সাদ্দাম তার পাশের বাসার ১৪ বছরের এক কিশোরীকে নিজের বাসায় ডেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরে ওই ওই কিশোরীকে সাদ্দামের ঘর থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ভর্তি করা হয়।

এ ঘটনায় ওই বছরের ১১ ফেব্রুয়ারি ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাদ্দামের বিরুদ্ধে মামলা করেন।

২০০৮ সালের ২৭ মার্চ পলাতক আসামি সাদ্দামের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই বছরের ৪ নভেম্বর আদালত সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

বাদীপক্ষে ১০ জনের মধ্যে ৯ জনের সাক্ষ্য শুনে বিচারক আজ আসামি সাদ্দামকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন বলে জানান জেসমিন।

Comments

The Daily Star  | English

Police vehicle torched in Gopalganj

The vehicle was set on fire allegedly by activists of the banned Bangladesh Chhatra League (BCL) in Gopalganj's Ulpur area

51m ago