যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তা রক্ষীকে ছুড়ে মারা ব্যাগে কালো টেপ মোড়ানো কাপ
যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তা রক্ষীকে লক্ষ্য করে ছুড়ে মারা একটি সন্দেহজনক ব্যাগ পরীক্ষা করে কালো টেপ দিয়ে মোড়ানো একটি কাপ, একটি দেশলাই বাক্স, তার ও একটি ছুরি পেয়েছে পুলিশ।
আজ বিকেল সাড়ে ৩টায় এই ঘটনার পর কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্কৃয়করণ ইউনিটকে ঘটনাস্থলে আনে পুলিশ। এই ইউনিটের প্রধান রহমতউল্লাহ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ব্যাগের ভেতরে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস সদৃশ একটি বস্তু রাখা ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, আমাদের সন্দেহ কিছু তরুণ নাটক সাজিয়ে আন্তর্জাতিকভাবে মনযোগ আকর্ষণের চেষ্টা করেছিল।
তবে ওই তরুণদের পরিচয় বা কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে কিনা সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি ওই কর্মকর্তা। ব্যাগে পাওয়া যাওয়ার ছুরিটির সূত্র ধরেই এখন পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ডেইলি স্টারকে বলেন, ২৪-২৫ এর আশপাশে বয়স ওই দুই তরুণের। তাদের দুজনেরই গায়ে ছিল টিশার্ট। একজনের মাথায় টুপি ও মুখে দাড়ি ছিল।
ঘটনাটি সম্পর্কে তিনি বলেন, দূতাবাসের বিপরীত দিকে এনেক্স ভবনে দুটি গাড়ি ঢোকার সময় গেটের কাছে অবস্থান নেন ওই দুই তরুণ। কর্তব্যরত নিরাপত্তা রক্ষী তাদের দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞাসা করলে তারা তার সঙ্গে বিতণ্ডায় জড়ায়। এর এক পর্যায়ে তাদের একজন ব্যাগটি নিরাপত্তারক্ষীর মুখে ছুড়ে মেরে দৌড়ে পালিয়ে যায়।
Comments